artk
৩০ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার ১৬ অক্টোবর ২০১৮, ২:৫৮ পূর্বাহ্ণ

শিরোনাম

অবশেষে নিককে নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা!

বিনোদন ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১০১৫ ঘণ্টা, রোববার ১৫ জুলাই ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১১১৯ ঘণ্টা, রোববার ১৫ জুলাই ২০১৮


অবশেষে নিককে নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা! - বিনোদন
ফাইল ফটো

অনেক দিন হলো প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনসের সম্পর্ক খবরের শিরোনামে উঠে আসছে। নিকের ভারত সফরের পর থেকেই প্রিয়াঙ্কা-নিকের বিয়ে নিয়ে জল্পনা এখন তুঙ্গে। যদিও এই বিষয়ে প্রিয়াঙ্কা একদমই চুপ ছিলেন।

তবে শেষ পর্যন্ত নিককে নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা নিজেই। মেনে নিলেন নিকের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা। তবে এক্ষেত্রে নিকের ভারত সফরই যে তাদের আরোও কাছাকাছি এনেছে একথাও স্পষ্ট করেছেন এই বলিউড ডিভা।

সম্প্রতি নিকের ভারত সফর নিয়ে প্রিয়াঙ্কা জানিয়েছেন, “আমরা একে অপরে জানতে পেরেছি। এটা আমার ও নিক দুজনের কাছেই খুব ভালো একটা অভিজ্ঞতা।”

প্রিয়াঙ্কা আরও বলেন, “বিয়ে কোনও নারীকে ছোট বা বড় কিংবা নারীবাদী করে তোলে না। আমি বিয়ে বিষয়টাকে বেশ পছন্দই করি এবং আমি বিয়ে করতেও চাই।”

প্রসঙ্গত, কিছুদিন আগেই নিককে তার মা মধু চোপড়ার সঙ্গে আলাপ করিয়ে দেন প্রিয়াঙ্কা। শুধু তাই নয়,পরিবারের সঙ্গে একসঙ্গে গোয়াতেও ঘুরতে যান তিনি।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য