artk
৭ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার ২১ নভেম্বর ২০১৮, ৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম

ইরানে বাসের সঙ্গে তেলবাহী ট্যাংকারের সংঘর্ষে নিহত ১৩

বিদেশ ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২০২৯ ঘণ্টা, বুধবার ১১ জুলাই ২০১৮


ইরানে বাসের সঙ্গে তেলবাহী ট্যাংকারের সংঘর্ষে নিহত ১৩ - বিদেশ

ইরানের পশ্চিমাঞ্চলে যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে।

বুধবার ভোররাতে রাজধানী তেহরান থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে কুর্দিস্তান প্রদেশের সানানদাজ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটেছে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, সানানদাজ শহরের কাছে মহাসড়কে বাস ও ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই যান দুটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।

বাসের দুই চালকের মধ্যে একজন বেঁচে গেছেন। তিনি জানিয়েছেন, বাসটি যাত্রী নেয়ার জন্য থেমেছিল। এসময় ট্যাংকার হঠাৎ করেই আঘাত হানে।

এক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনায় কমপক্ষে ৯জন আহত হয়েছে। এ ঘটনায় কুর্দিস্তান প্রদেশে তিনদিনের গণশোক ঘোষণা করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য