artk
৭ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার ২১ নভেম্বর ২০১৮, ৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম

চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ১০

চট্টগ্রাম সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৮১৪ ঘণ্টা, বুধবার ১১ জুলাই ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১৮১৫ ঘণ্টা, বুধবার ১১ জুলাই ২০১৮


চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ১০ - জাতীয়

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দশ জন। তবে এখনো কারও পরিচয় পাওয়া যায়নি।

বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার কক্সবাজার-চট্টগ্রাম সড়কের ফুলছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ডুলহাজার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, পোনাবাহী একটি মাইক্রোবাস চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। আর স্টার লাইন পরিবহনের বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রাম আসছিল।

তিনি আরও জানান, পথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক নিহত হন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত