artk
৩০ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৫ নভেম্বর ২০১৮, ১:২৯ পূর্বাহ্ণ

শিরোনাম

খুলনায় এলিফ্যান্ট ও সেনা সিমেন্টের ডিলার সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৫২২ ঘণ্টা, বুধবার ১১ জুলাই ২০১৮


খুলনায় এলিফ্যান্ট ও সেনা সিমেন্টের ডিলার সম্মেলন অনুষ্ঠিত - অর্থনীতি

সেনা কল্যাণ সংস্থার শিল্প প্রতিষ্ঠান মোংলা সিমেন্ট ফ্যাক্টরির উৎপাদিত এলিফ্যান্ট ও সেনা সিমেন্টের বার্ষিক মূল্যায়ন সভা খুলনাতে ১০ জুলাই ২০১৮ ইং তারিখে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে মেজর জেনারেল ফিরোজ হাসান, এনডিইউ, পিএসসি, চেয়ারম্যান, সেনা কল্যাণ সংস্থা সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক, পিএসসি, মহাপরিচালক (বিজনেস ডিভিশন-১), কর্নেল মো. মনিরুল গণি, এসইউপি,জি, উপমহাপরিচালক (বিজনেস ডিভিশন-১), কর্নেল এম এম আনিসুর রহমান, পিএসসি, উপমহাপরিচালক, মোংলা সিমেন্ট ফ্যাক্টরি,ঊর্দ্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, এলিফ্যান্ট ও সেনা সিমেন্টের ডিলার, বিক্রয় ও বিপণন সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে ২০১৬-১৭ অর্থ বছরে এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট বাজারজাতকারী ডিলারদের বিক্রয় পারফরমেন্স, সিমেন্ট বাজারজাত করণে নানাবিধ সমস্যা ও সম্ভাবনা বিষয়ে মতবিনিময় করা হয়। সম্মেলনে ২০১৬-১৭ অর্থ বছরে ভালো বিক্রয় সফলতা অর্জনকারী ৩৪ জন ডিলারকে ওমরাহ হজ, চীন, থাইল্যান্ড ভ্রমণসহ আকর্ষণীয় পুরস্কার দেয়া হয়েছে।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।

এলিফ্যান্ট ও সেনা সিমেন্ট দেশের প্রতিষ্ঠিত সিমেন্ট ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম। গুনগতমানের ধারাবাহিকতা এবং উন্নত গ্রাহক সেবার কারণে এ সিমেন্ট ক্রেতামহলে বেশ আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আইএসও সনদপ্রাপ্ত এবং মজবুত ও টেকসই নির্মাণকাজে বেশ উপযোগী এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট প্রায় দুই যুগেরও অধিক সময় ধরে সারাদেশব্যাপী বাজারজাত করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য