artk
৭ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার ২১ নভেম্বর ২০১৮, ১০:৩৮ অপরাহ্ন

শিরোনাম

কক্সবাজারে যুবকের মৃতদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৩০৬ ঘণ্টা, বুধবার ১১ জুলাই ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১৩১৯ ঘণ্টা, বুধবার ১১ জুলাই ২০১৮


কক্সবাজারে যুবকের মৃতদেহ উদ্ধার - জাতীয়

কক্সবাজার শহরের পাহাড়ি ঝোপ থেকে আনুমানিক ৪২ বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ১০টায় স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে কলাতলীর বাইপাস সড়কের উত্তরণ হাউজিং সোসাইটির সীমানা দেয়ালের বাইরের ঝোপ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

লুঙ্গি ও গেঞ্জি পরিহিত ওই যুবকের চোখ এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা করে হয়েছে। তাকে অন্যত্র খুন করে ঝোপে মৃতদেহ রাখা হয়েছে বলে আমাদের ধারণা।”

তিনি আরো বলেন, “নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে এবং ঘাতকদের আটক করতে পুলিশ কাজ করছে।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত