artk
৭ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার ২১ নভেম্বর ২০১৮, ৯:৫৩ অপরাহ্ন

শিরোনাম

যশোরে কথিত গোলাগুলিতে যুবক নিহত

যশোর প্রতিনিধি | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ০৯১৭ ঘণ্টা, বুধবার ১১ জুলাই ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১২৩৭ ঘণ্টা, বুধবার ১১ জুলাই ২০১৮


যশোরে কথিত গোলাগুলিতে যুবক নিহত - জাতীয়
ছবি: প্রতীকী

যশোরের মণিরামপুরে কথিত গোলাগুলিতে একজন নিহত হয়েছেন।

বুধবার ভোরে যশোর-রাজগঞ্জ সড়কের কোদলাপাড়া জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তার বয়স প্রায় ৩২ বছর।

যশোরের মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেনের ভাষ্য, খেদাপাড়া ফাঁড়ির পুলিশ বুধবার ভোরে যশোর-রাজগঞ্জ সড়কের কোদলাপাড়া জামতলা এলাকায় রাস্তার পাশ থেকে গুলিবিদ্ধ একটি মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, দুদল ডাকাতের বন্দুকযুদ্ধে ওই যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়েছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এমএস/এফএ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত