artk
৭ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার ২১ নভেম্বর ২০১৮, ১০:০৮ অপরাহ্ন

শিরোনাম

মড্রিচ গোল্ডেন বলের দাবিদার: মান্দজুকিচ

স্পোর্টস ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ০৮৪২ ঘণ্টা, বুধবার ১১ জুলাই ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ০৮৫৫ ঘণ্টা, বুধবার ১১ জুলাই ২০১৮


মড্রিচ গোল্ডেন বলের দাবিদার: মান্দজুকিচ - খেলা
লুকা মড্রিচ

এবারের বিশ্বকাপে সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জয়ের জন্য লুকা মড্রিচকেই এগিয়ে রাখছেন সতীর্থ ক্রোয়েশীয় স্ট্রাইকার মারিও মান্দজুকিচ। তার মতে, দলকে বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছে দেয়া পর্যন্ত যে ভূমিকা তাদের অধিনায়ক রেখেছেন তাতে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারটির জন্য তিনিই অন্যতম দাবিদার।

বুধবার মস্কোতে শেষ চারের ম্যাচে অবশ্য ক্রোয়েশিয়ার পরীক্ষা নেয়ার জন্য মুখিয়ে আছে ইংল্যান্ড। মান্দজুকিচ বলেন, “মড্রিচই গোল্ডেন বল পাওয়ার দাবিদার, যেটি ২০১৪ সালে জয় করেছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি।”

তিনি সাংবাদিকদের বলেন, “আমি জানি, শুধু জাতীয় দলের নয়, লুকা এই বছরের সেরা খেলোয়াড়। নিজের কর্মকাণ্ডের জন্য তিনি গণমাধ্যম ও জনগণ, সাবারই প্রশংসা পাওয়ার দাবিদার।”

“কঠিন পরিশ্রমের মাধ্যমে তিনি প্রশংসার পয়েন্ট কুড়িয়েছেন, তিনি আমাদের অধিনায়ক ও নেতা। দল যদি একটি ভালো ফলাফল অর্জন করতে পারে, তাহলে তিনিই লাভ করবেন গোল্ডেন বল”-বলেন মারিও মান্দজুকিচ।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য