artk
৭ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার ২১ নভেম্বর ২০১৮, ৯:৩৯ অপরাহ্ন

শিরোনাম

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ছয় যুবকের পদযাত্রা

জেলা সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২২১১ ঘণ্টা, মঙ্গলবার ১০ জুলাই ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১১৩৯ ঘণ্টা, বুধবার ১১ জুলাই ২০১৮


খালেদা জিয়ার মুক্তির দাবিতে ছয় যুবকের পদযাত্রা - রাজনীতি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে পায়ে হেঁটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ছাত্রদল ও যুবদলের ছয় নেতা-কর্মী। মঙ্গলবার ছয় সদস্যের এই দলটি মুন্সিগঞ্জে এসে পৌঁছেছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

ওই দলের সদস্য শহীদুজ্জামান গণমাধ্যমকে বলেন, “বিএনপির চেয়ারপারসনকে ‘অন্যায়ভাবে’ কারাবন্দী করার প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে এই প্রতিবাদ। ”

তিনি জানান, ৫ জুলাই বেলা ১১টায় তিনি এবং যুবদল নেতা শফিউল আলম ও ছাত্রদল নেতা আজিম উদ্দিন চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে পায়ে হেঁটে রওনা দেন। পরে সীতাকুণ্ড থেকে ছাত্রদল নেতা সোহেল মাল্টো, কুমিল্লা থেকে সাদ্দাম মজুমদার এবং সোহেল রানা প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন।

তিনি বলেন, “আশা করা যাচ্ছে, আজ রাতের মধ্যে আমরা নারায়ণগঞ্জে পৌঁছাতে পারব। বুধবারের মধ্যে ঢাকায় পৌঁছে যাব। ”

প্রতিবাদকারী এই দলের পরনে খালেদা জিয়ার ছবি-সংবলিত টি-শার্ট আছে। টি-শার্টে ইংরেজিতে লেখা, ‘ওয়াক ফর জাস্টিস, ফর দ্য নেশন, ফর দ্য মাদার। চিটাগাং টু ঢাকা।’ এ ছাড়া তারা হাতে করে জাতীয় পতাকা বহন করছেন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হয়। ওই দিন থেকে তিনি পুরান ঢাকার কারাগারে বন্দী রয়েছেন। এরপর বিএনপি গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার প্রেসক্লাবে ও গতকাল সোমবার ঢাকার গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে প্রতীকী অনশন করে। এ ছাড়া বিএনপি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে খালেদা জিয়ার কারামুক্তি চেয়ে আসছে। বিএনপির এসব কর্মসূচির মধ্যে ছাত্রদল ও যুবদলের কর্মীরা এ ধরনের প্রতিবাদের আয়োজন করলেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য