artk
৭ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, শনিবার ২২ সেপ্টেম্বর ২০১৮, ৮:৩৪ অপরাহ্ন

শিরোনাম

একের পর এক রেকর্ড ভাঙছে ‘সাঞ্জু’

বিনোদন ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ০৮৫৮ ঘণ্টা, মঙ্গলবার ১০ জুলাই ২০১৮


একের পর এক রেকর্ড ভাঙছে ‘সাঞ্জু’ - বিনোদন

রাজকুমার হিরানির ছবি মানেই দর্শকদের বাড়তি প্রত্যাশা। কিন্তু ‘সাঞ্জু’ নিয়ে উৎসাহটা ছিল একটু বেশিই। তবে সঞ্জয় দত্তের বায়োপিক যে মুক্তির পরেই এমন কামাল করবে তা হয়তো স্বয়ং রাজকুমারও ভাবতে পারেননি।

শুক্রবার মুক্তির পর ভেঙে চলেছে সব রেকর্ড। এর মধ্যে কেবল রোববারেই ৪৬ কোটি টাকার ব্যবসা করেছে 'সাঞ্জু'। যা ভারতের ছবির ইতিহাসে সর্বকালীন রেকর্ড! ‘বাহুবলী ২'-এর ৪৬.৫০ কোটি টাকার রেকর্ড ভেঙে ৪৬.৭১ কোটি টাকা রোজগার করেছে সঞ্জয় দত্তের বায়োপিক।

'সাঞ্জু' এ বছরের একশো কোটি ক্লাবের সপ্তম ক্লাব। এখনও পর্যন্ত তার সাফল্যের যা গতি, তা থেকে পরিষ্কার বাগি ২, পদ্মাবৎ বা রেস ৩-কে টপকে বছরের সেরা ছবি হয়ে উঠতে চলেছে রণবীর কাপুরের ‘সাঞ্জু’।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য