artk
৩০ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৫ নভেম্বর ২০১৮, ২:১৯ পূর্বাহ্ণ

শিরোনাম

ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক ৫ কর্মকর্তার কারাদণ্ড

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৮৪৯ ঘণ্টা, সোমবার ০৯ জুলাই ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ০৮৫৬ ঘণ্টা, মঙ্গলবার ১০ জুলাই ২০১৮


ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক ৫ কর্মকর্তার কারাদণ্ড - কোর্ট-কাচারি

৯৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলায় ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক ৫ কর্মকর্তাকে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম ও্কই কর্মরাকর্তদাদের বিভিন্ন মেয়াদে সাজার আদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ওরিয়েন্টাল ব্যাংকের প্রাক্তন উপ-ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মো. হারুন ওরফে এস এম হারুন, এভিপি ফজলুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হোসেন এবং ইভিপি কামরুল ইসলাম।

প্রথম দুইজনকে সাত বছর করে কারাদণ্ডের পাশাপাশি ২৫ লাখ করে টাকা জরিমানা ও জরিমানা অনাদায়ে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর শেষের তিনজনকে পাঁচ বছর করে কারাদণ্ড ও ১৫ লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানা না দিলে তাদের আরো এক বছর করে কারাভোগ করতে হবে।

রায় ঘোষণাকালে এনামুল হক উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত অপর চার আসামি পলাতক রয়েছেন বলে জানান দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এসজে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত