artk
৩০ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৫ নভেম্বর ২০১৮, ১:১৮ পূর্বাহ্ণ

শিরোনাম

ভিয়েতনামে আকস্মিক বন্যা ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, নিখোঁজ ১২

বিদেশ ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৫১০ ঘণ্টা, সোমবার ২৫ জুন ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১৫৩৪ ঘণ্টা, সোমবার ২৫ জুন ২০১৮


ভিয়েতনামে আকস্মিক বন্যা ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, নিখোঁজ ১২ - বিদেশ

ভিয়েতনামের উত্তরাঞ্চলে কয়েক দিনের টানা বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে।

আরও ১২ জন শনিবার থেকে নিখোঁজ রয়েছেন বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

মৃত ও নিখোঁজদের সবাই পার্বত্য প্রদেশ লাই চাউ ও হা গিয়াংয়ের বাসিন্দা। প্রদেশ দুটিতে বন্যা ও ভূমিধসে আরও পাঁচ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

লাই চাউয়ের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ভু ভ্যান লুয়াত বলেছেন, “লাই চাউয়ে বৃষ্টি কমে এসেছে, কিন্তু নিখোঁজদের জীবিত পাওয়া সম্ভাবনা খুব কম হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে থাকবে বলে আশঙ্কা করছি আমরা।”

বন্যা ও ভূমিধসের কারণে ওই দুটি প্রদেশে ঘরবাড়ি, রাস্তা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষতির আর্থিক পরিমাণ প্রায় সাড়ে তিন লাখ ডলার ছাড়িয়ে গেছে বলে বিবৃতিতে বলা হয়েছে।

ভিয়েতনামে প্রতি বছর বন্যা ও ঘূর্ণিঝড়ে বহু লোক মারা যায়। সরকারি তথ্যানুযায়ী গত বছর প্রাকৃতিক দুর্যোগে ভিয়েতনামে ৩৮৯ জনের মৃত্যু ও ৬৬৮ জন আহত হয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য