artk
৭ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার ২১ নভেম্বর ২০১৮, ১০:৩৩ অপরাহ্ন

শিরোনাম

৬ গোল খেয়েও খুশি পানামা!

স্পোর্টস ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ০৯২৮ ঘণ্টা, সোমবার ২৫ জুন ২০১৮


৬ গোল খেয়েও খুশি পানামা! - খেলা
ছবি: সংগৃহিত

এবারের রাশিয়া বিশ্বকাপে নবাগত দেশ হিসেবে অংশগ্রহণ করছে আইসল্যান্ড ও পানামা। আইসল্যান্ড তাদের শক্তিমত্তার প্রমাণ দিলেও পানামা তাদের শক্তিমত্তার প্রমাণ দিতে পারেনি। বরং এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে দলটি।

বিশাল ব্যবধানে পরাজয়ের পরেও আলোচনায় চলে এসেছে পানামা। ইংল্যান্ডের কাছে ছয় গোলের বিশাল ব্যবধানের পরাজয়ের পরও গ্যালারিতে তাদের দর্শকদের উল্লাসিত চেহারাগুলোই ভেসে উঠছিল। শুধু দর্শকই নয় এমনকি ক্যামেরাতে ধরা পড়ে যে পানামা দলের কোচও অনেক খুশি।

এই খুশির কারণ হিসেবে খুঁজে দেখা যায়, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৭৮ মিনিটে পানামার হয়ে প্রথম গোলটি করেন ফিলিপে ব্যালয়। আর এ গোলের সঙ্গে সঙ্গে পানামার ফুটবল ইতিহাসে বিশ্বকাপের মতো মহাযজ্ঞে প্রথম গোলদাতা হিসেবে নিজের নাম লেখান। এই গোলের পরই পুরো স্টেডিয়ামজুড়ে উল্লাসে ফেটে পড়ে পানামা সমর্থকরা।

উল্লেখ্য, ব্যালয় হলেন বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের চতুর্থ সর্বজ্যেষ্ঠ গোলস্কোরার। এদিন তার বয়স হয় ৩৭ বছর ১২০ দিন।
নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য