artk
৭ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার ২১ নভেম্বর ২০১৮, ৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম

ব্রাজিল-সার্বিয়া ম্যাচে মাঠের বাইরে থাকছে কস্তা-দানিলো

স্পোর্টস ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ০৮৩৩ ঘণ্টা, সোমবার ২৫ জুন ২০১৮


ব্রাজিল-সার্বিয়া ম্যাচে মাঠের বাইরে থাকছে কস্তা-দানিলো - খেলা

আগামী ২৫ জুন সার্বিয়ার মুখোমুখি হচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ান ব্রাজিল। কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের কারণে উইঙ্গার ডগলাস কস্তা ও দানিলোকে পাচ্ছে না দলটি।

আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ১২টায় গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

দানিলো চোটের কারণে কোস্টারিকার বিপক্ষে আগের ম্যাচেও খেলতে পারেননি। ২-০ গোলে জেতা ওই ম্যাচে বদলি হিসেবে নেমে নেইমারের গোলে অবদান রাখা জুভেন্টাস ফরোয়ার্ড কস্তা হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন বলে জানিয়েছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার, ‘ম্যাচের পর কস্তা ডান-পায়ের হ্যামস্ট্রিংয়ের ব্যথার কথা বলে। তার মাংশপেশির ছোটখাটো চোটের চিকিৎসা চলছে। তাই সে আমাদের সঙ্গে যাচ্ছে না। সে সোচিতে থাকবে, সেখানে তার যত দ্রুত সম্ভব সেরে ওঠার জন্য উপযুক্ত ব্যবস্থা করা আছে। এখানে আমাদের একজন ফিজিওথেরাপিস্ট আছে। কস্তা এখানে সেরে ওঠার কাজ করবে দানিলোর সঙ্গে। সেও আমাদের সঙ্গে যাবে না।’

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য