artk
৩০ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার ১৬ অক্টোবর ২০১৮, ৪:০৫ পূর্বাহ্ণ

শিরোনাম

রুদ্রের প্রতি নিবেদন

|
প্রকাশ: ১৩১৬ ঘণ্টা, বৃহস্পতিবার ২১ জুন ২০১৮


রুদ্রের প্রতি নিবেদন - শিল্প-সাহিত্য

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। প্রতিবাদ ও প্রেমের কবি। জন্ম: ১৬ অক্টোবর ১৯৫৬ , মৃত্যু: ২১ জুন ১৯৯১। মাত্র ৩৫ বছর বয়সে প্রয়ান। আজ তার ২৭তম মৃত‌্যুবার্ষিকী। তাকে নিয়ে আরেক আনোয়ার কামালের নিবেদন।

 

মানুষের মানচিত্রে একটি স্বর্ণগ্রাম চাই
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহকে

এখনো বাতাসে লাশের গন্ধ পাই
এখনো আকাশের ঠিকানায় চিঠি লিখি
স্বর্ণগ্রাম ফিরে পাওয়ার অদম্য আকাঙ্খায়
এখনো উপদ্রুত উপকূলে জেগে থাকে সাহসী মানুষ।

এখনো নিয়ত ছোবল হানে সাম্প্রদায়িক বিষবাষ্প
এখনো বিষ বিরিক্ষের বীজ রোপিত হয় সোনালি শিশিরে
এখনো মৌলিক মুখোশ মানুষের মানচিত্র হয়ে দাঁড়িয়ে থাকে
এখনো স্বৈরতন্ত্র ও ধর্মের ধ্বজাধারীদের বিরুদ্ধে দাঁড়াতে হয়।

আমি আকাশের ঠিকানায় তোমাকেই প্রণতি জানাই
একটি স্বর্ণগ্রাম ফিরে পাওয়ার প্রত্যয় নিয়ে
এখনো বাংলাদেশ জেগে আছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য