artk
৩০ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৫ নভেম্বর ২০১৮, ১:৪৭ পূর্বাহ্ণ

শিরোনাম

মুন্নু জুট স্টাফলার্সের অনুমোদিত মূলধন বাড়ছে

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৭৪৫ ঘণ্টা, বুধবার ২০ জুন ২০১৮


মুন্নু জুট স্টাফলার্সের অনুমোদিত মূলধন বাড়ছে - অর্থনীতি

শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু জুট স্টাফলার্সের পরিচালনা পর্ষদ কোম্পানিটির অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন ১ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে।

অনুমোদিত মূলধন বাড়ানোর বিষয়টি শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) ৯ আগস্ট সকাল ১০টায় ঢাকার ইসলামপুর ধামরাইরে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ জুলাই।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এসজে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য