artk
৩০ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৫ নভেম্বর ২০১৮, ১:৩৪ পূর্বাহ্ণ

শিরোনাম

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় বাবা ও ২ মেয়ে নিহত

নরসিংদী সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২০৩৯ ঘণ্টা, সোমবার ১৮ জুন ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১২৩৩ ঘণ্টা, মঙ্গলবার ১৯ জুন ২০১৮


সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় বাবা ও ২ মেয়ে নিহত - জাতীয়

সেলফি তুলতে গিয়ে নরসিংদীতে ট্রেনের ধাক্কায় বাবা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রায়পুরা আমিরগঞ্জ রেল ব্রিজে এ ঘটনা ঘটে।

নিহতরা হল, বাবা হাফিজুল ইসলাম (৪৫), তার ৮ম শ্রেণি পড়ুয়া মেয়ে তারিন (১৪), শিশু সন্তান তুলি (২)। তারা পৌর শহরের বিলাসদি এলাকার বাসিন্দা।

জানা গেছে, ঈদ উপলক্ষে সোমবার বিকেলে পরিবার পরিজন নিয়ে আমিরগঞ্জ ব্রিজ এলাকায় বেড়াতে যায় হাফিজুল ইসলাম। ছবি তুলতে তারা ট্রেন চলাচলকারী ব্রিজের ওপর চলে যায়। এ সময় পেছন থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি তাদের ধাক্কা দেয়। এতে বাবা ও দুই মেয়েসহ ৩ জন নিহত হয়।

তবে স্থানীয়রা জানান, নিহতরা সেলফি তুলছিল। ট্রেন চলে আসলেও তারা দেখতে পায়নি। এরই মধ্যে ট্রেনের নিচে পড়ে যায়।

রেল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শাহ আলম বলেন, “আমাদের ধারণা তারা ব্রিজে ঘোরাঘুরি করছিল। ট্রেন চলে আসলে তারা আর ব্রিজ থেকে বের হতে পারেনি। তাই ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত