artk
৭ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার ২১ নভেম্বর ২০১৮, ১০:১৫ অপরাহ্ন

শিরোনাম

বিআরইবির সঙ্গে বিবিএস কেবলসের চুক্তি

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৯৫৯ ঘণ্টা, সোমবার ১৮ জুন ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ০১২৭ ঘণ্টা, মঙ্গলবার ১৯ জুন ২০১৮


বিআরইবির সঙ্গে  বিবিএস কেবলসের চুক্তি - অর্থনীতি

১৫ কোটি টাকার তার সরবরাহে লক্ষে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) সঙ্গে চুক্তি সই করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিএস কেবলস।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চুক্তি অনুযায়ী আগামী চার মাসের মধ্যে বিবিএস কেবলস ২১শত কিলোমিটার তার সরবরাহ করবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে। যার বাজারমূল্য ১৫ কোটি ৪১ লাখ ১০ হাজার ৮৬০ টাকা।

এর আগে গত ১০ জুন কোম্পানিটিকে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (এনওএ) দিয়েছিল বিআরইবি। তখন বলা হয়েছিল এনওএ পাওয়ার ২৮ দিনের মধ্যে চুক্তি সই করা হবে। নোটিফিকেশন অব অ্যাওয়ার্ডের শর্তানুযায়ী চু্ক্তি সই করেছে উভয় প্রতিষ্ঠান।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এসজে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য