artk
১০ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার ২৫ সেপ্টেম্বর ২০১৮, ৯:৪৮ অপরাহ্ন

শিরোনাম

চার কোম্পানির এজিএম

| নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৭৫০ ঘণ্টা, সোমবার ১৮ জুন ২০১৮


চার কোম্পানির এজিএম - অর্থনীতি

চলতি সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে কোম্পানিগুলোর ২০১৭ সালের সমাপ্ত বছরের পূর্ব ঘোষিত ডিভিডেন্ডসহ অন্যান্য অ্যাজেন্ডা অনুমোদন করবে শেয়ারহোল্ডাররা।

কোম্পানিগুলো হলো- ফাস ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট, নদার্ন জেনারেল ইন্স্যুরেন্স, বাটা সু এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স।

কোম্পানি সূত্রে জানা যায়, ফাস ফাইন্যান্সের এজিএম ২০ জুন সকাল সাড়ে ১০টায় রাজধানীর রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

নদার্ন জেনারেল ইন্স্যুরেন্সের এজিএম ২১ জুন সকাল ১০টায় রাজধানীর আইডিইবি ভবনে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

বাটা সুর এজিএম ২১ জুন সকাল সাড়ে ১১টায় গাজীপুরে কোম্পানির রেজিস্টার অফিসে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরের জন্য ৩৩৫ শতাংশ ক্যাশ (অন্তবতীকালীন ২৩০ শতাংশ ক্যাশ) ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এছাড়া ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের এজিএম ২১ জুন সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে ডেল্টা লাইফ টাওয়ারে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরের ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অবশ্য ওই দিনে একই স্থানে এর আগে কোম্পানিটি বিশেষ সাধারন সভা (ইজিএম) হবে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এসজে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য