artk
৩০ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৫ নভেম্বর ২০১৮, ১:১৮ পূর্বাহ্ণ

শিরোনাম

ভেনেজুয়েলায় গ্রাজুয়েশন পার্টিতে পদদলিত হয়ে নিহত ১৭

বিদেশ ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৩৩৩ ঘণ্টা, রোববার ১৭ জুন ২০১৮


ভেনেজুয়েলায় গ্রাজুয়েশন পার্টিতে পদদলিত হয়ে নিহত ১৭ - বিদেশ

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের এক নাইটক্লাবে গ্রাজুয়েশন পার্টিতে পদদলিত হয়ে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন।

গত শনিবার ভোরে এ ঘটনা ঘটে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।  

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নেস্টোর রেভেরোল বলেছেন, নাইটক্লাবে পার্টির সময় মারামারি শুরু হয়। একপর্যায়ে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। এসময় বের হতে গিয়ে পদদলিত হয়ে ১৭ জন নিহত হন।

তিনি জানান, পার্টিতে কমপক্ষে ৫০০ জন উপস্থিত ছিলেন।

এ ঘটনায় সন্দেহভাজন সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ক্লাবটি বন্ধ করে দেয়া হয়েছে। ক্লাবের মালিককেও গ্রেপ্তার করা হয়েছে।

নিউজবাংরাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য