artk
৩০ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৫ নভেম্বর ২০১৮, ২:০০ পূর্বাহ্ণ

শিরোনাম

বাউফলে নদী থেকে সূত্রাপুর থানার এএসআইয়ের লাশ উদ্ধার

পটুয়াখালী সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২০৩৫ ঘণ্টা, শুক্রবার ১৫ জুন ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১১৩৯ ঘণ্টা, শনিবার ১৬ জুন ২০১৮


বাউফলে নদী থেকে সূত্রাপুর থানার এএসআইয়ের লাশ উদ্ধার - জাতীয়
ফাইল ফটো

পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া নদী থেকে মো. মাসুম বিল্লাহ নামে এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। শুক্রবার দুপুরে নদী দিয়ে লাশটি ভেসে যেতে দেখে তারা ওই লাশটি উদ্ধার করে।

নিহত মাসুম বিল্লাহ ঢাকার সূত্রাপুর থানায় পুলিশের উপ-সহকারী পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, বুধবার রাতে ঢাকা-লালমোহনগামী এমভি গাজী সালাউদ্দিন লঞ্চযোগে ঢাকা থেকে বাউফলে তার নিজ বাড়ি ধূলিয়া ইউনিয়নের চাঁদকাঠিতে ফেরার সময় লঞ্চ থেকে পা পিছলে নদীতে পড়ে যান।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এসডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত