artk
২ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার ১৭ অক্টোবর ২০১৮, ৮:৫০ অপরাহ্ন

শিরোনাম

৮০ হাজার টাকার সোনার ব্যাগ নিয়ে রাশিয়ায় নেইমার!

স্পোর্টস ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৭০৪ ঘণ্টা, বুধবার ১৩ জুন ২০১৮


৮০ হাজার টাকার সোনার ব্যাগ নিয়ে রাশিয়ায় নেইমার! - খেলা

ব্যাগটার দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ হাজার টাকা। আর ব্যাগটা কাঁধে নিয়ে যিনি বিশ্বকাপের মাঠ কাপাতে রাশিয়ায় পা রেখেছেন তার নাম নেইমার। ব্রাজিলিয়ান স্টারের এই ব্যাগে নাকি আছে সোনার ছোঁয়া।

নেইমার ক্রোয়েশিয়া-অস্ট্রিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচেই গোল পেয়েছেন, অপেক্ষায় আছেন ২০১৪ বিশ্বকাপের দুঃস্বপ্ন ভুলতে।

আর ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নেইমারের ‘হেক্সা’ মিশন।

ব্যাগটিতে মা-বাবা, বোন আর ছেলের ছবি তিনি সোনা দিয়ে বাঁধিয়েছেন। বিশ্বের সবচেয়ে দামি তারকার বিশ্বাস, বড় কোনো মিশনে কাছের মানুষদের ছবি নাকি সৌভাগ্য বয়ে আনে। চোট থেকে ফিরে দুর্দান্ত পিএসজি তারকা।

এর আগে, লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো আগেই পৌঁছে গেছেন রাশিয়া। বাকি ছিলেন ব্রাজিলীয় তারকা নেইমার। তিনিও পৌঁছে গেছেন বিশ্বকাপের দেশে।

নেইমারের এই ব্যাগ নাকি তার সৌভাগ্যের প্রতীক। বাংলাদেশি মুদ্রায় ৮০ হাজার টাকা দামের ব্যাগ কাধে নিয়ে তাই রাশিয়ায় পৌঁছান ব্রাজিল তারকা।

নিউজবাংলাদেশ.কম/এএইকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত