artk
২ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার ১৭ অক্টোবর ২০১৮, ৭:৩৯ অপরাহ্ন

শিরোনাম

জামালপুরে ট্রাকের ধাক্কায় ২ সিএনজি যাত্রী নিহত

জামালপুর সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৪৩৩ ঘণ্টা, বুধবার ১৩ জুন ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১৫৩১ ঘণ্টা, বুধবার ১৩ জুন ২০১৮


জামালপুরে ট্রাকের ধাক্কায় ২ সিএনজি যাত্রী নিহত - জাতীয়

জামালপুরের ছনকান্দায় ট্রাকের ধাক্কায় দুইজন সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এসময় আরো পাঁচজন আহত হয়েছেন।

বুধবার সকালে জামালপুর-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. নুর উদ্দীন এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৮টায় জামালপুর পৌরসভার ছনকান্দায় ময়মনসিংহ থেকে জামালপুরগামী দুটি সিএনজিকে বিপরীতগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ৭ জন আহত হন।

আহতদের মধ্যে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পর মোশারফ হোসেন (৪২) নামে এক ব্যক্তি ও অজ্ঞাত (৮) এক শিশু মারা যায়। নিহত মোশারফ জামালপুর শহরের মুন্সিপাড়া এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে। অন্যান্য আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছিমুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। গুরুতর আহত ৫ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত