artk
২ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার ১৭ অক্টোবর ২০১৮, ৭:৫২ অপরাহ্ন

শিরোনাম

ঈদে বৃন্দাবন দাসের নাটক ‘মেন্টাল ফ্যামেলি’

বিনোদন প্রতিবেদক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৪১৯ ঘণ্টা, বুধবার ১৩ জুন ২০১৮


ঈদে বৃন্দাবন দাসের নাটক ‘মেন্টাল ফ্যামেলি’ - বিনোদন

ঈদ আনন্দকে বাড়িয়ে দিতে বিশেষ নাটক ‘মেন্টাল ফ্যামেলি’ প্রচারিত হবে। ঈদের ২য় দিন সন্ধ্যা ৬টায় গাজী টিভিতে বিরতীহীনভাবে প্রচারিত হবে নাটকটি।

বৃন্দাবন দাসের রচনায় ও দীপু হাজরার পরিচলানায় নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, আ খ ম হাসান, শাহানাজ, খুশী, দিব্য, সৌম্য, মাসুদ রানা, মিঠু, উর্মি প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে- চঞ্চল ও খুশী ভাই বোন, প্রতি বছরের ন্যায় খুশী ভাইয়ের বাড়িতে স্বামী হাসানকে সঙ্গে নিয়ে ঈদের ছুটিতে বেড়াতে আসেন। কিন্তু বিষয়টি চঞ্চলের স্ত্রী মিলি কোনোভাবেই মেনে নিতে পারেন না। কারণ সেও ঈদে নিজের বাবার বাড়ি যেতে চেয়েছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বেধে যায় তুমুল বাক-বিতণ্ডা।

অপরদিকে, হাসান এ বাড়ির জামাই হওয়া সত্ত্বেও তার বেশি যত্ন করা হচ্ছে না, সম্মান করা হচ্ছে না এ নিয়ে বেধে যায় বিশাল কাণ্ড। এতে পাশের বাড়ির লোকজন বলাবলি শুরু করেন যে- পুরো পরিবারটিই একটি ‘মেন্টাল ফ্যামেলি’।

এমন অনেক মজার মজার ঘটনাকে সামনে রেখে এগিয়ে যায় নাটকের কাহিনী।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য