artk
৩০ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার ১৬ অক্টোবর ২০১৮, ৩:১৬ পূর্বাহ্ণ

শিরোনাম

ভারতের উত্তর প্রদেশে বাস উল্টে নিহত ১৭

বিদেশ ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১১০৬ ঘণ্টা, বুধবার ১৩ জুন ২০১৮


ভারতের উত্তর প্রদেশে বাস উল্টে নিহত ১৭ - বিদেশ

ভারতের উত্তর প্রদেশে একটি বাস উল্টে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন ১২ জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। খবর এনডিটিভির।

বুধবার সকালে উত্তর প্রদেশের মৈনপুরি জেলায় এ ঘটনা ঘটে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বাসটি দ্রুতগতিতে যাওয়ার সময় রাস্তার ডিভাইডারকে আঘাত করে। এরপর বাসটি উল্টে যায়।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাসটির চালকও আহত হয়েছেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত