artk
২ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার ১৭ অক্টোবর ২০১৮, ৮:০২ অপরাহ্ন

শিরোনাম

বিশ্বকাপে থাকছে নতুন প্রযুক্তি

আই-টেক ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১০৫৯ ঘণ্টা, বুধবার ১৩ জুন ২০১৮


বিশ্বকাপে থাকছে নতুন প্রযুক্তি - আই-টেক

রাশিয়া বিশ্বকাপে রেফারিদের সুবিধার্থে ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) সিস্টেম রেখেছে আয়োজকরা। ভিএআর সিস্টেম রাখার জন্য অনেক আগ থেকেই দাবি উঠছিল। অবশেষে সেই দাবি পূরণ হচ্ছে রাশিয়ায়। আসন্ন বিশ্বকাপ থেকে পথ চলা শুরু এই নতুন এই সিস্টেমের।

মাঠ রেফারি কোন সিদ্ধান্ত নিতে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে যারা থাকবেন তারা পরামর্শ দেবেন। আর চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন রেফারি। এই ভিএআরের ফলে এখন আর বিতর্কিত কোন সিদ্ধান্ত হওয়ার সুযোগ নেই।

১৩ জন রেফারি থাকবেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে। এই ভিএআররা থাকবেন ভিডিও অপারেশন রুমে যা থাকবে মস্কোয়। সব ভেন্যু থেকে ভিডিও এসে পৌঁছবে মস্কোয়। যা দেখে ভিএআররা তাদের সিদ্ধান্ত জানাবেন রেফারিকে।

ভিএআরের কাজ হবে গোল হয়েছে কি হয়নি। এর আওতায় পড়বে হ্যান্ডবল, অফসাইড। মারামারি, লাল কার্ডের মতো গুরুত্বপূর্ণ ঘটনা, পেনাল্টির সিদ্ধান্ত, ভুল করে কাউকে লাল কার্ড দেখানো হলো কি না।

এই ভিএআর সিস্টেম থাকায় রেফারি শতভাগ সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য