artk
২ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার ১৭ অক্টোবর ২০১৮, ৭:৩৫ অপরাহ্ন

শিরোনাম

এম এল ডাইংয়ের আইপিওর আবেদন শুরু ৮ জুলাই

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৬১২ ঘণ্টা, মঙ্গলবার ১২ জুন ২০১৮


এম এল ডাইংয়ের আইপিওর আবেদন শুরু ৮ জুলাই - অর্থনীতি

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া এম এল ডাইংয়ের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন গ্রহন শুরু হবে আগামী ৮ জুলাই। চলবে  ১৯ জুলাই পযর্ন্ত।

মঙ্গলবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পনিটি শেয়ারবাজারে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা উত্তোলন করবে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। অর্থ উত্তোলন ওই অর্থ দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি কলকব্জা ক্রয় ও স্থাপন করবে । আর বাকী অর্থ আইপিও খরচ বাবদ ব্যয় করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.৭১ টাকা। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) ভারিত গড় হারে হয়েছে ২.৩৫ টাকা।

এর আগে ১৪ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৪৪তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়েছে।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড ও রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এসজে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য