artk
৩০ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৫ নভেম্বর ২০১৮, ২:৩৪ পূর্বাহ্ণ

শিরোনাম

ঈদের আগে মানবিক কারণে খালেদা জিয়ার মুক্তি দাবি

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৪৫২ ঘণ্টা, মঙ্গলবার ১২ জুন ২০১৮


ঈদের আগে মানবিক কারণে খালেদা জিয়ার মুক্তি দাবি - জাতীয়

মানবিক কারণ বিবেচনা করে ঈদের আগেই চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে ইউনাইটেড হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থার কথা বলে চিকিৎসার ব্যয়ভার দল বহন করবে বলেও জানায় দলটি।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব দাবি জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

মোশাররফ বলেন, “ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার সকল ব্যয় দল বহন করবে। জরুরি ভিত্তিতে তাকে মুক্তি দিন এবং চিকিৎসার ব্যবস্থা করুন। খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে জনগণ ক্ষমা করবে না। রাজনৈতিক কারণে চিকিৎসায় অবহেলা হলে এর পরিণাম ভালো হবে না। জনগণ মেনে নেবে না।”

মোশাররফ বলেন, “বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নাজুক। তার সার্বক্ষণিক পরিচর্যা প্রয়োজন।”

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত