artk
৫ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ২০ আগস্ট ২০১৮, ৩:১২ অপরাহ্ন

শিরোনাম

দুই কোরিয়ার শীর্ষ নেতার আকস্মিক সাক্ষাত

বিদেশ ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৯৩৬ ঘণ্টা, শনিবার ২৬ মে ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ২১৩৮ ঘণ্টা, শনিবার ২৬ মে ২০১৮


দুই কোরিয়ার শীর্ষ নেতার আকস্মিক সাক্ষাত - বিদেশ

দুই দেশের সীমান্তবর্তী অসামরিক এলাকায় সাক্ষাৎ করেছেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার নেতারা। সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার নেতা মুন জায়ে ইনের মধ্যে এটি দ্বিতীয় বৈঠক।

যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়ার শীর্ষ বৈঠকের সম্ভাবনা পুনরুজ্জীবিত করতে দুই পক্ষের চেষ্টার মধ্যে দেশ দুটির নেতারা এ সাক্ষাতে মিলিত হলেন বলে জানিয়েছে বিবিসি।

১২ জুন সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিমের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার ট্রাম্প বৈঠকটি বাতিল করেন। কিন্তু পরে বৈঠকটি হওয়ার সুযোগ এখনও আছে বলে জানান।

এদিকে, এক বিবৃতিতে প্রেসিডেন্ট মুনের দপ্তর জানিয়েছে, শনিবার স্থানীয় সময় বিকাল ৩টা থেকে ৫টার মধ্যে যুদ্ধবিরতি গ্রাম পানমুনজোমের উত্তরাংশে দুই নেতা বৈঠক করেছেন।

বিবৃতিতে বলা হয়, “উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্রের শীর্ষ বৈঠক সফল করতে উভয় নেতা মতামত বিনিময় করেছেন।”

মুন রোববার সকালে এই বৈঠকের ফলাফল ঘোষণা করবেন বলে বিবৃতিতে বলা হয়েছে।

প্রস্তাবিত ট্রাম্প-কিম বৈঠক অনুষ্ঠিত হলে আলোচনায় কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্তকরণের উপায় ও উত্তেজনা প্রশমণের বিষয়গুলো প্রাধান্য পেতে পারে।

ট্রাম্প যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া বৈঠক বাতিল ঘোষণার পরপরই উত্তর কোরিয়া সংহতির সুরে বলেছিল, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যে কোনো সময়’ কথা বলতে প্রস্তুত।

উত্তর কোরিয়ার এ সম্প্রীতিমূলক বিবৃতিকে স্বাগত জানিয়েই ট্রাম্প বৈঠকটি আবার হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন।

তিনি বলেছেন, “তারা (উত্তর কোরিয়া) খুবই চমৎকার বিবৃতি দিয়েছে। আমরা দেখব কী হয়- এটি (বৈঠক) ১২ জুনেও হতে পারে।

“আমরা এখন তাদের সঙ্গে কথা বলছি। তারা বৈঠক করতে খুবই ইচ্ছুক। আমরাও সেটি করতে পছন্দ করব।” 

নিউজবাংলাদেশ.কম/এসডি/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য