artk
২ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার ১৭ অক্টোবর ২০১৮, ৭:২৭ অপরাহ্ন

শিরোনাম

আইনি ঝামেলায় সাইফকন্যা

বিনোদন ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২১২৩ ঘণ্টা, শুক্রবার ২৫ মে ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১৩০৩ ঘণ্টা, শনিবার ২৬ মে ২০১৮


আইনি ঝামেলায় সাইফকন্যা - বিনোদন

সাইফ আলী খান ও আমৃতা সিং দম্পতির মেয়ে সারা আলী খান। বলিউডে তার প্রথম সিনেমা হিসেবে কেদারনাথ সিনেমায় চুক্তিবদ্ধ হন। কিন্তু সিনেমাটির কারণে আইনি জটিলতায় পড়তে হচ্ছে তাকে।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বরে কেদারনাথ সিনেমার জন্য সারাকে চুক্তিবদ্ধ করেন অভিষেক কাপুর। চুক্তি অনুযায়ী সিনেমার জন্য শিডিউল দেয়ার কথা থাকলেও এখন এটি নিয়ে তৈরি হয়েছে জটিলতা।  

জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠান কিআর্জ’র সঙ্গে ঝামেলা কাটিয়ে সম্প্রতি এ নির্মাতা সারাকে জানান, আগামী ৫ জুলাই থেকে পুনরায় শুটিং শুরু হবে। কিন্তু সারা নাকি জানিয়েছে, সিম্বা সিনেমার শুটিংয়ের প্রয়োজনে ব্যস্ত থাকবেন তিনি। এ জন্য ওই সময় তার কেদারনাথ সিনেমার শুটিং সম্ভব নয়। এখন বিষয়টি সমাধানের জন্য আদালতের শরণাপন্ন হয়েছেন অভিষেক কাপুর। শুধু তাই নয়, চুক্তিভঙ্গের জন্য পাঁচ কোটি রুপি দাবি করেছেন তিনি।

কেদারনাথ সিনেমাটি প্রযোজনা করছেন রনি স্ক্রুওয়ালা। এতে সারা বিপরীতে অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত। আগামী ৩০ নভেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য