artk
বুধবার, জানুয়ারি ২৩, ২০১৯ ১০:১৫   |  ১০,মাঘ ১৪২৫
শুক্রবার, মে ২৫, ২০১৮ ৫:৫৭

ডি সিলভার বাবাকে হত্যা, দল থেকে নাম প্রত্যাহার

media

গত জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে টেস্টে ১৭৩ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন ধনঞ্জয়া ডি সিলভা। চন্ডিকা হাথুরুসিংহের বর্তমান শ্রীলঙ্কান দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এই ওপেনার। কিন্তু তার বাবার ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় লঙ্কানদের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।

সিলভার বাবা রঞ্জন একজন রাজনীতিক। কলম্বোর উপকণ্ঠ রত্নমালা রামের একটি এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে গুলি করে হত্যা করা হয় তাকে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে পুলিশ প্রয়োজনীয় তদন্ত চালিয়ে যাচ্ছে।

বাবার এমন মৃত্যুতে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ধনঞ্জয়া। তিন টেস্টের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ রওনা হওয়ার কথা লঙ্কান দলের।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এসজে