artk
২ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার ১৭ অক্টোবর ২০১৮, ৯:০৬ অপরাহ্ন

শিরোনাম

বাংলাদেশের ৩ নারী ক্রিকেটার খেলবে ইংল্যান্ডে

স্পোর্টস রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৭৪৮ ঘণ্টা, বৃহস্পতিবার ২৪ মে ২০১৮


বাংলাদেশের ৩ নারী ক্রিকেটার খেলবে ইংল্যান্ডে - খেলা

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সুপার লিগের দলের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আইসিসি উইমেনস ডেভেলপমেন্ট দল। ইংল্যান্ডে ১৫ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত হবে ম্যাচগুলো।

বাংলাদেশের তিন নারী ক্রিকেটার সুযোগ পেয়েছেন আইসিসি উইমেনস ডেভেলপমেন্ট দলে। তারা হলেন- অধিনায়ক রুমানা আহমেদ, পেসার জাহানারা আলম এবং স্পিনার খাদিজা-তুল-কুবরা।

এ ছাড়া ১৩ সদস্যের দলে রয়েছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি এবং উগান্ডার দুজন করে ক্রিকেটার। স্কটল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের একজন করে সুযোগ পেয়েছেন দলে।

আইসিসি ও ইসিবির যৌথ উদ্যোগে হবে ম্যাচগুলো। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের বাইরের ক্রিকেটারদের নিয়ে এটি আয়োজন করা হচ্ছে।

সারে স্টার্স এবং লাহবরাহ লাইটিংয়ের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে আইসিসি উইমেনস ডেভেলপমেন্ট দল। একটি ম্যাচ খেলবে ওয়েস্টার্ন স্ট্রমের বিপক্ষে। সারের বিপক্ষে ১৭ জুলাই সকাল-বিকাল দুটি ম্যাচ এবং লাহবরাহ লাইটিংয়ের বিপক্ষে ১৯ জুলাই সকাল-বিকাল দুটি ম্যাচ খেলবে সফরকারী দলটি। শেষ ম্যাচটি হবে ২০ জুলাই।

নিউজবাংলাদেশ.কম/এসডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত