artk
২ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার ১৭ অক্টোবর ২০১৮, ৭:৩৭ অপরাহ্ন

শিরোনাম

দুই ব্যাংকের ৯০০ কোটি টাকার বন্ড অনুমোদন

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২১১৭ ঘণ্টা, সোমবার ২১ মে ২০১৮


দুই ব্যাংকের ৯০০ কোটি টাকার বন্ড অনুমোদন - অর্থনীতি

শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালি ও মার্কেন্টাইল ব্যাংকের ৯০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬৪৫তম নিয়মিত সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

সোমবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা যায়, রূপালি ব্যাংকের ছয়শত কোটি টাকা ও মার্কেন্টাইল ব্যাংকের তিনশত কোটি টাকার বন্ড ২টির মেয়াদ ৭ বছর। এই বন্ড ২টির বৈশিষ্ট হচ্ছে-আনসিকিউরড, নন-কনভার্টঅ্যাবল, আনলিস্টেড ও রিডিমঅ্যাবল সাবঅর্ডিনেটেড বন্ড।

শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ও সম্পদশালী ব্যক্তিরাই এই বন্ড ক্রয় করতে পারবেন। মার্কেন্টাইল ব্যাংকের বন্ডটির প্রতিটির ইউনিট মূল্য ১ কোটি টাকা ও রূপালি ব্যাংকের ১০ লাখ টাকা।

টায়ার ২ ক্যাপিটাল বেস এর শর্ত পরিপালনের জন্য মার্কেন্টাইল ও রূপালি ব্যাংক বন্ড ইস্যু করবে। ব্যাংক ২টির বন্ডের ট্রাস্টি হিসাবে কাজ করছে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এসজে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য