artk
শনিবার, জানুয়ারি ১৯, ২০১৯ ৪:৩২   |  ৫,মাঘ ১৪২৫
সোমবার, মে ২১, ২০১৮ ৮:৪৮

টাইগারদের ক্যারিবীয় সফরের সূচি চূড়ান্ত

 13
media

টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সোমবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এই সূচি প্রকাশ করা হয়। আগামী জুনেই উইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ দল। সফরে দুটি টেস্ট তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

এটি হবে ক্যারিবীয়তে টাইগারদের চতুর্থ সফর। সর্বশেষ সফরে ২০১৪ সালে বাংলাদেশ কোনো ম্যাচ জেতেনি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে।

আগামী ৪ জুলাই অ্যান্টিগায় অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট, চলবে ৮ জুলাই পর্যন্ত। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ১২ জুলাই জ্যামাইকায় অনুষ্ঠিত হবে। অবশ্য টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ২৮ ও ২৯ জুন দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

টেস্ট সিরিজ শেষ হলে ২২ জুলাই গায়ানায় অনুষ্ঠিত হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ২৫ জুলাই একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে হবে ২৮ জুলাই সেন্ট কিটসে। ওয়ানডে লড়াইয়ের আগে ১৯ জুলাই জ্যামাইকায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফিরা।

৩১ জুলাই একই ভেন্যুতে দুই দল খেলবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি খেলতে যুক্তরাষ্ট্রে উড়াল দিবে দুই দল। ৪ ও ৫ আগস্ট ফ্লোরিডায় অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এসজে