artk
৩ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, শুক্রবার ১৯ অক্টোবর ২০১৮, ২:২২ পূর্বাহ্ণ

শিরোনাম

রোহিঙ্গা শিবির পরিদর্শনে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১২০৯ ঘণ্টা, সোমবার ২১ মে ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১৩২৪ ঘণ্টা, সোমবার ২১ মে ২০১৮


রোহিঙ্গা শিবির পরিদর্শনে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া - বিনোদন
ফেসবুক থেকে সংগৃহিত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডেও খ্যাতির তুঙ্গে থাকা ভারতীয় এই অভিনেত্রী এখন বাংলাদেশে।

দুবাই থেকে সোমবার সকাল সাড়ে ৮টায় তিনি ঢাকায় আসেন। এরপর রোহিঙ্গা শিবির পরিদর্শনে তিনি কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।

জানা গেছে, জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) -এর শুভেচ্ছা দূত হিসেবে প্রিয়াঙ্কা চোপড়া রোহিঙ্গা শিবির পরিদর্শনে এসেছেন।

প্রসঙ্গত, ইউনিসেফের গুডভিল অ্যাম্বাসাডর প্রিয়াঙ্কা বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত। গত শনিবার ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স হ্যারির সঙ্গে মেগান মার্কেলের রাজকীয় বিয়ের আয়োজন করা হয়। সেই বিয়েতে হলিউড অভিনেত্রীর অতিথি হয়ে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ওই অনুষ্ঠান শেষে তিনি বাংলাদেশ সফরে এসেছেন।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য