artk
৩০ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার ১৬ অক্টোবর ২০১৮, ৩:৩৯ পূর্বাহ্ণ

শিরোনাম

রেডিও আম্বার-এ শুনুন ‘রমজানের আলো’

নিউজ ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২১৪৮ ঘণ্টা, রোববার ২০ মে ২০১৮


রেডিও আম্বার-এ শুনুন ‘রমজানের আলো’ - জাতীয়

পবিত্র রমজান উপলক্ষে দেশের বেসরকারি এফএম রেডিও স্টেশন ‘রেডিও আম্বার-১০২.৪’ এ শুরু হয়েছে ‘রমজানের আলো’ নামে ইসলামিক অনুষ্ঠান। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে।

এতে শ্রোতাদের জন্য থাকছে ইসলামিক আলোচনা, রোজার বিভিন্ন মাসলা-মাসায়েল, কোরআন তেলাওয়াত ও তাফসির, ইসলামিক গান এবং প্রশ্নোত্তর পর্ব।

পুরো মাসব্যাপী এ আয়োজনটি প্রচারিত হবে দেশের জনপ্রিয় নিউজপোর্টল নিউজবাংলাদেশ.কম-এর সৌজন্যে। অনুষ্ঠানটি শুনতে টিউন করুন ‘রেডিও আম্বার ১০২.৪’ এফএম-এ।

নিউজবাংলাদেশ.কম/এসডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত