artk
শনিবার, জানুয়ারি ১৯, ২০১৯ ৫:১৯   |  ৫,মাঘ ১৪২৫
শনিবার, মে ১৯, ২০১৮ ৬:২৩

মোটরসাইকেলের সিটের নিচে গোখরা সাপের বাসা!

 12
media

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মুন্না মিয়া নামক এক লোকের মোটরসাইকেলের সিটের নিচে গোখরা সাপের বাসার সন্ধান পাওয়া গেছে।

মুন্না মিয়া উপজেলার মোমরেজ গলগন্ডা গ্রামের খাজা তালুকদারের ছেলে।

জানা যায়, মুন্না মিয়া একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসাবে কাজ করেন। প্রতিদিনের মতো শনিবার সকালে তার ব্যবহৃত হোন্ডা সিডি-৮০ মোটরসাইকেলটি নিয়ে অর্ডারসংগ্রহের কাজে বের হন। উপজেলার পোড়াবাড়ী নামক এলাকার মের্সাস ভূইয়া এন্টারপ্রাইজে (হিটলু ভূইয়ার) অর্ডার সংগ্রহের সময় মোটরসাইকেলের ভিতর সাপের উপস্থিতি লক্ষ্য করেন হিটলু ভূঁইয়া।

মুহূর্তেই এলাকায় সাপ আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি এক নজর দেখার জন্য শত শত মানুষ ভীর জমায়। এর পরে শুরু হয় সাপ নিধন অভিযান।

পোড়াবাড়ী জামে মসজিদের সামনে খোলা মাঠে মোটরসাইকেলটি এনে উৎসুক জনতা লাঠি দিয়ে পিটিয়ে একে একে চারটি গোখড়া সাপের বাচ্চা মেরে ফেলে।

এ ব্যাপারে মুন্না মিয়া বলেন, সারা দিন কাজ শেষে প্রতিদিনের মত রাতে মোটরসাইকেলটি ঘরে রেখেছিলাম, মাঝখানে একদিন অফিস বন্ধ থাকায় মোটরসাইকেলটি বের করা হয়নি। কবে কখন এটির ভেতরে সাপ বাসা বেঁধেছে কিছুই বলতে পারি না। আমি খুব ভয় পাচ্ছি। মা সাপটি পাওয়া যায়নি।

নিউজবাংলাদেশ.কম/এনডি