artk
৩ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৮ অক্টোবর ২০১৮, ১১:৫৭ পূর্বাহ্ণ

শিরোনাম

ইমতিয়াজ বুলবুলকে নিয়ে যা বললেন ওমর সানী

বিনোদন ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৯৪৮ ঘণ্টা, বুধবার ১৬ মে ২০১৮


ইমতিয়াজ বুলবুলকে নিয়ে যা বললেন ওমর সানী - বিনোদন

নন্দিত সংগীত পরিচালক, সুরকার, গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের অসুস্থতার খবর শুনে সরব হয়েছেন বাংলা চলচ্চিত্রের নায়ক ওমর সানী। তিনি বরেণ্য এই শিল্পীকে এখনই রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করার দাবি জানিয়েছেন।

বুধবার বিকেলে ওমর সানী তার ফেসবুক পেজে স্মৃতিচারণ করে লেখেন, আমার অনেক কালজয়ী গানের সঙ্গে জড়িয়ে আছে তার নাম, তার সঙ্গে কত সময় কাটিয়েছি, রিকশায় করে ঘুরেছি- স্মৃতিকাতর হয়ে পড়ছি।

এক সময়ের ঢাকাই ছবির এ জনপ্রিয় নায়ক লিখেন, আজকের ওমর সানী হওয়ার পেছনে ওস্তাদতুল্য বুলবুল ভাইয়ের অবদান কিছুতেই অস্বীকার করার উপায় নেই। তিনি আজ হৃদরোগে আক্রান্ত।

পাঠকদের জন্য ওমর সানীর ফেসবুক স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো-

“আজ দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে- আমার ওস্তাদতুল্য বুলবুল ভাই হৃদরোগে আক্রান্ত। আমার অনেক কালজয়ী গানের সঙ্গে জড়িয়ে তার নাম, তার সঙ্গে কত সময় কাটিয়েছি, রিকশায় করে ঘুরেছি- স্মৃতিকাতর হয়ে পড়ছি।

আজকের ওমর সানী হওয়ার পেছনে মানুষটির অবদান কিছুতেই অস্বীকার করার উপায় নেই।

মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তিনি যেন মুক্ত আকাশে আবার পূর্বের মতো বিচরণ করতে পারেন।

আমি বিশ্বাস করি রাষ্ট্রীয় পুরস্কার তাকে দেয়ার এটিই মোক্ষম সময়। সময় থাকতে বুলবুল ভাইকে যেন সম্মান দেয়া হয় সে দাবি জানাই। আপনারা এ মানুষটির জন্য দোয়া করবেন।”

নিউজবাংলাদেশ.কম/এনডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য