artk
বৃহস্পতিবার, জানুয়ারি ১৭, ২০১৯ ২:২৯   |  ৪,মাঘ ১৪২৫
বুধবার, মে ১৬, ২০১৮ ৭:১২

টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি চূড়ান্ত

 6
media

টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি চূড়ান্ত করা হয়েছে। দীর্ঘ ১৪ বছর পর জ্যামাইকায় টেস্ট খেলবে বাংলাদেশ দল।

মঙ্গলবার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সূচি ঘোষণা করেছে। সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ছাড়াও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

৪ জুলাই দুই টেস্টের প্রথমটি শুরু হবে অ্যান্টিগায়। জ্যামাইকার স্যাবিনা পার্কে দ্বিতীয় টেস্ট শুরু ১২ জুলাই। টেস্টের আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ। তবে শেষ দুটি টি-টোয়েন্টি হবে অবশ্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

গায়ানায় প্রথম ওয়ানডে হবে ২২ জুলাই। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ২৫ জুলাই। আর ২৮ জুলাই শেষ ওয়ানডে হবে সেন্ট কিটসে।

প্রথম টি-টোয়েন্টিও হবে সেন্ট কিটসে, ৩১ জুলাই। ৪ ও ৫ আগস্ট শেষ দুটি টি-টোয়েন্টি হবে ফ্লোরিডায়। এটি হবে বাংলাদেশের চতুর্থ ওয়েস্ট ইন্ডিজ সফর।

এর আগে সর্বশেষ ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল বাংলাদেশ, সেবার কোনো ফরম্যাটেই একটি ম্যাচও বাংলাদেশ জিততে পারেনি।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে