artk
বৃহস্পতিবার, জানুয়ারি ১৭, ২০১৯ ৩:৪৮   |  ৪,মাঘ ১৪২৫
বুধবার, মে ১৬, ২০১৮ ৪:০০

বিএনপির কাজই পক্ষে গেলে মানি, না গেলে মানি না: কাদের

 6
media

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “বিএনপির কাজ সংবাদ সম্মেলন করে প্রত্যাখ্যান করা ও বিদেশিদের কাছে নালিশ দেয়া। এছাড়া বিএনপির কোনো পুঁজি নাই। বিএনপির কাজই পক্ষে গেলে মানি, না গেলে মানি না।”

বুধবার সকালে মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে পিইসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দুই-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া খুলনা সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে দাবি করে  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “বিএনপি ছাড়া এই নির্বাচন সবাই মেনে নিয়েছে। এই নির্বাচনে ভোটাররা যাদের প্রত্যাখ্যান করেছেন, আগামী জাতীয় নির্বাচনেও ভোটাররা তাদের প্রত্যাখ্যান করবে।”

খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে তিনি বলেন, “এই জামিনে প্রমাণ হয়েছে আদালত স্বাধীন। আদালতের কোনো বিষয়ে সরকার হস্তক্ষেপ করে না। বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন।”

শিক্ষার্থীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, “আমি তোমাদের আওয়ালীগ করার আহ্বান জানাবো না, তোমাদের ভালো মানুষ হওয়ার আহ্বান জানাচ্ছি। মাদক, দুর্নীতি, জঙ্গিবাদ ও ইয়াবাকে না বলবে। মিয়ানমার রোহিঙ্গাদের মতো দেশে ইয়াবাও দিচ্ছে। ইয়াবা থেকে তোমরা দূরে থাকবে, ভালো মানুষ হয়ে দেশকে নেতৃত্ব দেবে।”

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, “আগামী তিন মাসের মধ্যেই এর সুফল পাবো। আমরা এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি সাশ্রয় করবো।”

মনিপুর উচ্চ বিদ্যালয়ের মূল বালিকা ক্যাম্পাসের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক রাশেদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদারসহ শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা।

নিউজবাংলাদেশ.কম/এসজে