artk
৩ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, শুক্রবার ১৯ অক্টোবর ২০১৮, ২:০১ পূর্বাহ্ণ

শিরোনাম

ডিএসইর নতুন পরিচালক শি ওয়েনহাই

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১১৪০ ঘণ্টা, বুধবার ১৬ মে ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১২৫০ ঘণ্টা, বুধবার ১৬ মে ২০১৮


ডিএসইর নতুন পরিচালক শি ওয়েনহাই - অর্থনীতি

ডিমিউচ্যুয়ালাইজেশন আইন অনুযায়ি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত বিনিয়োগকারীর পক্ষ থেকে শেনঝেন স্টক এক্সচেঞ্জের কারিগরি ব্যবস্থাপনা কমিটির উপ-পরিচালক শি ওয়েনহাই নতুন পরিচালক হতে যাচ্ছেন।

মঙ্গলবার (১৫ মে) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ডিএসইর পর্ষদ সভায় কৌশলগত অংশীদার শেনঝেন-সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি হিসেবে শি ওয়েনহাইকে ডিএসইর নতুন পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়।

শি ওয়েনহাইকে পরিচালক হিসাবে চূড়ান্ত করার জন্য প্রাথমিকভাবে ডিএসইর বোর্ড সভায় উপস্থাপন করা হবে। এক্ষেত্রে অনুমোদন পাওয়ার পরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) তার নাম প্রস্তাব করা হবে। পরে বিএসইসির অনুমোদনের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন।

নিউজবাংলাদেশ.কম/এমএজড/এমএস 

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য