artk
বৃহস্পতিবার, জানুয়ারি ১৭, ২০১৯ ৩:৩৮   |  ৪,মাঘ ১৪২৫
বুধবার, মে ১৬, ২০১৮ ১১:১১

নকলবাজির অভিযোগ শুভশ্রীর বিয়েতে!

 39
media

কলকাতার বেশিরভাগ সিনেমা এখন দক্ষিনী ছবির নকল করে তৈরি হচ্ছে। সেটা নকল হলেও দর্শক হলে গিয়ে সিনেমা দেখছে। তাই বলে বিয়ের সাজগোজও নকল! 

বিয়ের আংটি থেকে শাড়ি সবই নাকি নকল করেছেন কলকাতার জনপ্রিয় শুভশ্রী গাঙ্গুলী। সমালোচকরা রীতিমতো প্রমাণ হাজির করেছেন।

সম্প্রতি হওয়া সবচেয়ে আলোচিত বিয়ে ক্রিকেটার বিরাট কোহলি-বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার। তাদের বিয়ের সঙ্গেই নাকি রাজ-শুভশ্রীর বিয়ের অনেকাংশেই মিল খুঁজে পাওয়া যাচ্ছে।

দিল্লি রিসেপশনে যে বেনারসী শাড়িটি আনুশকা পরেছিলেন, শুভশ্রীর বিয়ের শাড়িটাও অনেকটাই এক। দুটি বেনারসীই ডিজাইন করেছেন ভারতের জনপ্রিয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। আনুশকার পরা সেই বেনারসীর ভিতরে যে সোনালি রঙের কারুকার্য রয়েছে, তাও হুবহু মিলে গেছে শুভশ্রীর শাড়ির সঙ্গে।

মুম্বাইয়ে রিসেপশনে আনুশকা লেহেঙ্গা পরেছিলেন। সেই একই রকমের লেহেঙ্গা নিজের বাগদানের দিন পরেছিলেন শুভশ্রী। আনুশকা-কোহলির বিয়ের আংটির সঙ্গেও মিল আছে রাজ-শুভশ্রী আংটির।
আরও একটি মজার ব্যাপার ঘটেছে। আনুশকা অভিনীত ফিল্লৌরি ছবির ‘দিন শাগনা দা’ গানটা বেজেছে দুই বিয়েতেই। গান বাজার সময়টাতে দু’বারই কনে এগিয়ে চলেছে ছাদনাতলার দিকে। একজন বাওয়ালি রাজবাড়িতে বন্ধু শ্রেয়া পাণ্ডের সঙ্গে, আর একজন একাই হেঁটে চলেছে ইতালির তাস্কনিতে।

নিউজবাংলাদেশ.কম/এমএস