artk
৩ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৮ অক্টোবর ২০১৮, ১০:৪১ পূর্বাহ্ণ

শিরোনাম

ভারতে নির্মাণাধীন ফ্লাইওভার ধসে ১২ জন নিহত

বিদেশ ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২০০৭ ঘণ্টা, মঙ্গলবার ১৫ মে ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১১১৫ ঘণ্টা, বুধবার ১৬ মে ২০১৮


ভারতে নির্মাণাধীন ফ্লাইওভার ধসে ১২ জন নিহত - বিদেশ

ভারতের উত্তর প্রদেশের বেনারসে একটি নির্মাণাধীন ফ্লাইওভার ধসে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। ‍ধ্বংসস্তুপের নিচে আরো বহু মানুষ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এনডিটিভি অনলাইন জানিয়েছে, ফ্লাইওভারের দুটি পিলার ধসে পড়েছিল। এসময় পিলারগুলোর ইট-সুড়কি নিচ দিয়ে যাতায়তরত গাড়ি ও বাসের ওপর পড়ে। ধ্বংসস্তুপের নিচে যারা চাপা পড়েছে তারা অধিকাংশই নির্মাণ শ্রমিক।

খবর পাওয়ার পরপর ঘটনাস্থলে ছুটে গেছে জাতীয় দুর্যোগ প্রশমন বিভাগের কর্মীরা। ওই এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে।

মুখ্যমন্ত্রী যোগী আাদিত্যনাথ তার দুই মন্ত্রীকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত