artk
২ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার ১৭ অক্টোবর ২০১৮, ৮:০১ অপরাহ্ন

শিরোনাম

এবার যমজ ছেলের বাবা হলেন রেলমন্ত্রী

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ০৯২১ ঘণ্টা, মঙ্গলবার ১৫ মে ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১০২২ ঘণ্টা, মঙ্গলবার ১৫ মে ২০১৮


এবার যমজ ছেলের বাবা হলেন রেলমন্ত্রী - জাতীয়
২০১৬ সালের মে মাসে কন্যা সন্তানের বাবা হন রেলমন্ত্রী (ফাইল ছবি)

আবারও বাবা হলেন রেলমন্ত্রী মুজিবুল হক। এবার জন্ম হয়েছে যমজ ছেলে।

সোমবার রাত সাড়ে ১২টায় রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে দুই ছেলের জন্ম দেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার।

মন্ত্রী জানান, মা ও দুই নবজাতক সুস্থ রয়েছে। দুই ছেলের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন তিনি।

মুজিবুল হক জানান, ছেলেদের নাম এখনো ঠিক করা হয়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নাম ঠিক করা হবে।

এর আগে ২০১৬ সালের মে মাসে রেলমন্ত্রীর মেয়ের জন্ম হয়।

২০১৪ সালের ৩১ অক্টোবর রেলমন্ত্রী মুজিবুল হক ৬৭ বছর বয়সে ৩২ বছর বয়সী হনুফা আক্তারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত