artk
শুক্রবার, জানুয়ারি ১৮, ২০১৯ ১২:০৩   |  ৪,মাঘ ১৪২৫
সোমবার, মে ১৪, ২০১৮ ৯:৫৯

ঈদ ও ঋতু বৈচিত্র্যতায় ‘আর্ট’

 40
media

ঈদ উল ফিতরে আর্ট’র প্রতিটি আউটলেট এনেছে স্টাইলিস্ট মেনজ ও ওমেনস ওয়্যার। ঋতু বৈচিত্র্যতার কারণে এখন চলছে গ্রীষ্ম ঋতু।

গ্রীষ্ম ঋতুর চাহিদা বিবেচনায় ‘আর্ট’ এনেছে এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক। বিভিন্ন কালারের সব পোশাকে শতভাগ কটন কাপড় ব্যবহার করা হয়েছে। নান্দনিক এসব পোশাক পাওয়া যাবে আর্ট আউটলেটে।

আর্ট-এ আছে ফ্যাশন সচেতন ছেলেদের জন্য শার্ট, পলো শার্ট, টি-শার্ট ও পাঞ্জাবি। এ ছাড়াও নতুন ডিজাইন ও নতুন কালেকশনে রয়েছে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের পোশাক। সামাজিক যোগাযোগ: Facebook : https://www.facebook.com/artbd/

নিউজবাংলাদেশ.কম/এমএস