artk
১২ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, শনিবার ২৬ মে ২০১৮, ৭:৪৩ অপরাহ্ন

শিরোনাম

ঈদ ও ঋতু বৈচিত্র্যতায় ‘আর্ট’

লাইফস্টাইল প্রতিবেদক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ০৯৫৯ ঘণ্টা, সোমবার ১৪ মে ২০১৮


ঈদ ও ঋতু বৈচিত্র্যতায় ‘আর্ট’ - লাইফস্টাইল

ঈদ উল ফিতরে আর্ট’র প্রতিটি আউটলেট এনেছে স্টাইলিস্ট মেনজ ও ওমেনস ওয়্যার। ঋতু বৈচিত্র্যতার কারণে এখন চলছে গ্রীষ্ম ঋতু।

গ্রীষ্ম ঋতুর চাহিদা বিবেচনায় ‘আর্ট’ এনেছে এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক। বিভিন্ন কালারের সব পোশাকে শতভাগ কটন কাপড় ব্যবহার করা হয়েছে। নান্দনিক এসব পোশাক পাওয়া যাবে আর্ট আউটলেটে।

আর্ট-এ আছে ফ্যাশন সচেতন ছেলেদের জন্য শার্ট, পলো শার্ট, টি-শার্ট ও পাঞ্জাবি। এ ছাড়াও নতুন ডিজাইন ও নতুন কালেকশনে রয়েছে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের পোশাক। সামাজিক যোগাযোগ: Facebook : https://www.facebook.com/artbd/

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য