artk
বৃহস্পতিবার, জানুয়ারি ১৭, ২০১৯ ২:২৮   |  ৪,মাঘ ১৪২৫
রোববার, এপ্রিল ২২, ২০১৮ ১২:২৫

কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩

 9
media

ময়মনসিংহের ভালুকায় প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের সংঘর্ষে বাবা-ছেলেসহ তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের আরেক ছেলে।

নিহতরা হলেন- আব্দুল কাদের মাস্টার (৬৫) ও তার ছেলে জুয়েল (৩৫) এবং প্রাইভেটকার চালক সাগর (৪০)।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভরাডোবা এলাকায় ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, সকালে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে দ্রুতগামীর একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দিলে কাভার্ডভ্যানটি নিচে খাদে পড়ে যায় ও প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের আরোহী আব্দুল কাদের মাস্টারের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত হন প্রাইভেটকার চালক এবং নিহত আব্দুল কাদেরের ছেলে জুয়েল ও বাছির। তাদের সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জুয়েল ও সাগরকে মৃত ঘোষণা করেন। 

নিউজবাংলাদেশ.কম/এফএ