artk
৩ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, শুক্রবার ১৯ অক্টোবর ২০১৮, ২:১৩ পূর্বাহ্ণ

শিরোনাম

আসামি ধরতে নদীতে ঝাঁপ
২০ ঘণ্টা পর পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার

জেলা সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৬২৯ ঘণ্টা, শুক্রবার ২০ এপ্রিল ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১২০৮ ঘণ্টা, শনিবার ২১ এপ্রিল ২০১৮


২০ ঘণ্টা পর পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার - জাতীয়

মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে আসামির ধরতে যেয়ে পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর পুলিশ কনস্টেবল শাহীনুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুর দেড়টার দিকে কালীগঙ্গা নদীর জয়নগর এলাকা থেকে শাহীনুরের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ও স্থানীয় জে‌লেরা।

এর আগে, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মানিকগঞ্জ পৌরসভার জয়নগর এলাকায় কালীগঙ্গা নদীতে শাহীনুর নিখোঁজ হন। তিনি সদর থানায় কর্মরত ছিলেন। দেড় বছর আগে তিনি এখানে যোগ দেন।

শাহীনুর গাজীপুর জেলার গোহাইলবাড়ি গ্রামের অহিদুর রহমানের ছেলে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার বিকেলে মাদক ব্যবসায় যুক্ত থাকার অভিযোগে গিলন্ড গ্রামের আবদুস সালামকে আটক করে পুলিশ। থানায় নিয়ে যাওয়ার সময় সালাম দৌড়ে গিয়ে পানিতে ঝাঁপ দেয়। তাকে ধরার জন্য কনস্টেবল শাহীনুরও নদীতে ঝাঁপ দেন। সালাম নদী সাঁতরে পালিয়ে গেলেও পুলিশ কনস্টেবল শাহীনুর নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস মানিকগঞ্জ ও ঢাকার পাঁচ ডুবুরি অভিযান শুরু করে প্রায় ২০ ঘণ্টা পর তার মৃতদেহ উদ্ধার করেন।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত