artk
৩ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৮ অক্টোবর ২০১৮, ১১:৪৬ পূর্বাহ্ণ

শিরোনাম

এবার নেপালে রানওয়ে থেকে ছিটকে পড়ল যাত্রীবাহী বিমান

বিদেশ ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৪৪২ ঘণ্টা, শুক্রবার ২০ এপ্রিল ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ০৮২৯ ঘণ্টা, শনিবার ২১ এপ্রিল ২০১৮


এবার নেপালে রানওয়ে থেকে ছিটকে পড়ল যাত্রীবাহী বিমান - বিদেশ

মালয়েশিয়ার বেসরকারি বিমান সংস্থা মালিন্দো এয়ারের একটি উড়োজাহাজ নেপালের ত্রিভূবন বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে বলে মালিন্দো এয়ার ও বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে।

মালিন্দো এয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়ালালামপুরগামী বোয়িং ৭৩৭ উড়োজাহাজটিতে ১৩৯ জন আরোহী ছিলেন।

বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর জানিয়েছেন, পাইলট উড্ডয়নের আগ মুহূর্তে উড়োজাহাজটিতে সমস্যা দেখতে পান এবং এর গতি কমিয়ে আনেন। এসময় উড়োজাহাজটি ছিটকে রানওয়ে থেকে ১০০ ফুট দূরে কাদার মধ্যে যেয়ে পড়ে। উড়োজাহাজটির ত্রুটি তাৎক্ষনিকভাবে ধরা পড়েনি। আরোহীরা সবাই নিরাপদে আছে।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত বিমানবন্দরে সব ধরণের উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বন্ধ ঘোষণা করা হয়। দুপুরের দিকে উড়োজাহাজটি কাদার থেকে সরিয়ে আনা হয়। এরপরই বিমানবন্দর খুলে দেওয়া হয়।

প্রসঙ্গত, গত মাসেই এই ত্রিভূবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারওয়েজের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৫১ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত