artk
বৃহস্পতিবার, জানুয়ারি ১৭, ২০১৯ ২:৫৭   |  ৪,মাঘ ১৪২৫
বৃহস্পতিবার, এপ্রিল ১৯, ২০১৮ ৬:৩৮

ট্রেক হোল্ডারদের সঙ্গে সিএসই বৈঠক

 3
media

শেয়ার বাজারের উন্নয়নসহ বিনিয়োগকারীদের আধুনিক সেবা দেবার করণীয় নিয়ে ট্রেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ।

বুধবার সিএসইর ঢাকা অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয় ।

বৃহস্পতিবার সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সভায় বিনিয়োগারীদের শেয়ার বাজারে প্রতি আগ্রহ বাড়াতে আর আধুনিক সেবা নিয়ে বিশদ আলোচনা করা হয়। একই সঙ্গে শেয়ার বাজারের উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও আলোচনা করা হয়।

এছাড়া শেয়ার বাজারে নতুন প্রোডাক্ট আনা, সিএসইর ট্রেক হোল্ডারদের শাখা অফিস বৃদ্ধি, রিটেইল ট্রেড বৃদ্ধি, সিএসই ট্রেডিং টার্মিনাল এবং টার্নওভার বৃদ্ধিসহ অথরাইজড রিপ্রেজেন্টেটিভদের ট্রেনিং ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম সাইফুর রহমান মজুমদার, সিএসইর পরিচালক মো. ছায়েদুর রহমান, সিএসইর ঢাকা অফিসের ইন চার্জ মো. গোলাম ফারুক, হেড অফ মার্কেটিং এ কে এম শাহরুজ আলম, আইটি সার্ভিসেস হেড হাসনাইন বারীসহ বিভিন্ন ট্রেক হোল্ডার উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএইচকে