artk
বৃহস্পতিবার, জানুয়ারি ১৭, ২০১৯ ২:৪৪   |  ৪,মাঘ ১৪২৫
বুধবার, এপ্রিল ১৮, ২০১৮ ৯:৩০

সৌদিতে সিলিন্ডার বিস্ফোরণে দুই সহোদরসহ ৬ বাংলাদেশি নিহত

 11
media

সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রামের দুই সহোদরসহ ছয় জন নিহত হয়েছেন।

বুধবার ভোরে সৌদি আরবের হাইল জেলার হোলাইফা শহরে এ দুর্ঘটনা ঘটে। বিকেলে স্বজনদের মাধ্যমে তাদের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া যায়।

নিহতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রামের বসন্তপুর গ্রামের মরহুম আবদুল হকের দুই ছেলে এমরানুল হক সোহেল (৩৪) ও ইমামুল হক মুন্না (২২), লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার করইতোলা বাজার সংলগ্ন চর লরেঞ্চ গ্রামের নেছার আহম্মদের ছেলে জসিম উদ্দিন (২৬) এবং ছোট ভাই মো. ইব্রাহিম (২৩), চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সোহেল (৩০), ফেনীর বিরিঞ্চি এলাকার ইলিয়াস মেম্বারের বাড়ির রফিকুল ইসলামের ছেলে মহিউদ্দিন রাশেদ (৩৫)।

পারিবারিক সূত্রে জানা যায়, সৌদি আরবের হাইল জেলার হোলাইফা শহর এলাকায় চাকরি করতেন এমরানুল হক, মুন্না ও সোহেল। প্রতিদিনের মতো মঙ্গলবার (১৭ এপ্রিল) রাতে খাবার রান্না ও খাওয়া শেষে একই কক্ষে সাত বাংলাদেশি ঘুমিয়ে পড়েন। বুধবার ভোরে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।

এদিকে, সন্তানের মৃত্যুর খবর শুনে দুপুর থেকেই তাদের মা-বাবা ও আত্মীয়-স্বজনদের কান্না, আহাজারিতে আশপাশের এলাকার বাতাস ভারি হয়ে উঠে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল বলেন, “এ বিষয়ে আমাকে এখনো কেউ অবহিত করেনি।”

নিউজবাংলাদেশ.কম/এসজে/এফএ