artk
বৃহস্পতিবার, জানুয়ারি ১৭, ২০১৯ ২:২৮   |  ৪,মাঘ ১৪২৫
বুধবার, এপ্রিল ১৮, ২০১৮ ৮:০৪

আফগানদের বিপক্ষে টি-২০ খেলবে টাইগাররা

 11
media

আসন্ন জুনে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু সিরিজটি ওয়ানডে ফরম্যাটে হচ্ছে না। হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

বুধবার বাংলাদেশ ক্রি‌কেট বোর্ড (বিসিবির) সভাশেষে মিরপুরে এ কথা জানালেন বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবির প্রধান পাপন বলেন, “সামনে আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। যদিও তা অনেক দুরে। আমরা এর মাঝে অনেক ওয়ানডে ও টেস্ট খেলবো। কিন্তু সেই পরিমানে টি-টোয়েন্টি ম্যাচ নেই। তাই এখন শুধু টি-টোয়েন্টি খেলতে চাচ্ছি।”

সিরিজের ভেন্যু নিয়ে বিসিবির প্রধান বলেন, “সিরিজের ভেন্যু হিসেবে দেরাদুনই থাকছে। যদিও বিসিবি অন্য ভেন্যুতে খেলার আগ্রহ দেখিয়েছিল। কিন্তু জুনে সেগুলো ব্যস্ত থাকায় দেরাদুনেই খেলতে হবে।”

নিউজবাংলাদেশ.কম/এসএস/এসজে